রাজধানীতে পৃথক ঘটনায় দগ্ধ ৬

images
রাজধানীর বংশালে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে চারজন এবং শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন দগ্ধ হয়েছেন। বংশালে দগ্ধরা হলেন- মোরসালিন, আব্দুল হামিদ, সোহেল ও আজিজ। আর শ্যামপুরে দগ্ধ দুজন হলেন শাকিল আহমেদ ও আশরাফ আলী। বংশাল থানার ওসি নুর ই আলম সিদ্দিক জানান, রোববার দুপুরে সিক্কাটুলী বটতলায় একটি ভবনের নিচতলায় জুতার কারখানায় কাজ করার সময় আগুন লাগলে কর্মীরাই তা নেভান। এ সময় কারখানার মালিক মোরসালিন, কর্মচারী আব্দুল হামিদ, সোহেল ও আজিজ দগ্ধ হন। এদের তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন বলে জানান তিনি। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শ্যামপুর ম্যাচ ফ্যাক্টরি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল ও আশরাফ দগ্ধ হন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দগ্ধ দুজনই রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করেন। আল আমিন নামে এক সহকর্মী তাদের হাসপাতালে নিয়ে আসেন। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, শাকিলের শরীরের ৬০ শতাংশ এবং আশরাফের শরীরের ৪২ শতাংশ ঝলসে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *