নওগাঁর আত্রাই পাঁচুপুর ইউনিয়ন পরিষদে২০১৭-১৮ চক্রের ভিজিডি কার্ড ও চাল বিতরন।
নওগাঁ প্রতিনিধি : ২০১৭-১৮ চক্রের ভিজিডি কার্ড ও চাল বিতরন গত বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী ২০১৭সকাল ১১ ঘটিকায় ২০১৭-১৮ চক্রের ভিজিডি(ভালনারেবল গ্রুপ ডিভেলপমেন্ট) কার্ডেও প্রথম স্তরের চাল বিতরন করা হয়। এবারে নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদে ২০১৭-১৮ চক্রের ভিজিডি সুবিধা ভোগীর সংখ্যা ৩শ ছাব্বিশ জন। চাল বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান এবাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল,উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ¦ আবদার হোসেন সরদার, উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, পাঁচুপুর ইউনিয়ন তথ্য সেবার মহিলা উদ্যেক্তা সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, বিশিষ্ঠ ব্যবসায়ী ও আওয়ামী নেতা মফিজ উদ্দিন প্রামানিক, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আফছার আলী প্রামানিক, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক,ইউপি সদস্য আবুল কালাম আজাদ,ইউপি সদস্য শেখ আব্দুল হাকিম, ইউপি সদস্যা মেরিনা বেগম প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার সুবিধাভোগীদের উদ্দেশ্যে দীর্ঘ সময় বক্তব্য দেন।বক্তব্যে তিনি বলেন, সৌভাগ্যেবান যারা ভিজিডির কার্ড পেয়েছেন। তবে তিনি কিছু শর্ত ছুঁড়ে দেন যে কারো বাড়ীতে যদি স্বাস্য সম্মত ল্যাট্রিন না থাকে তা হলে তাদের চাল বিক্রি করে ল্যাট্রিন কিনে দেওয়া হবে। তাই যাদের বাড়ীতে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন নেই তারা অনতিবিলম্বে ব্যবস্থা করবে। ৪০ দিনের কর্মসূচিতে যাদের নাম আছে তাদেরকেও সতর্ক করে বলেন, জরিপে যদি দেখা যায় যে, ৪০ দিনের কর্মসূচির সুবিধাভোগীর বাড়ির ল্যাট্রিন স্বাস্থ্যসম্মত নয় তাদেও টাকা কর্তন করে পরিষদ কর্তৃক ল্যাট্রিনের ব্যবস্থা করে দেয়া হবে। তিনি আরো বলেন বর্তমান সরকার নারীদের জন্য বিধাব ভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্ব কালীন ভাতা, নারীদের শিক্ষার জন্য বিনা বেতনে স্কুলে লেখাপড়া, বিনা মূল্যে বই বিতরণসহ নারীদের লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার প্রদান করা হচ্ছে।। এ ইউনিয়নের কর্মঠ মা বোনেরা অবশ্যই ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে নাম রেজিষ্ট্রেশন করবেন। ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক তিনি তার বক্তব্যে বলেন,পাঁচুপুর ইউনিয়নের কোথাও যেন অস্বাস্থ্য সম্মত ল্যাট্রিন দেখা না যায়, আর দেখা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভিজিডি কার্ড পাইয়ে দেওয়ার লক্ষে কোন দালালকে টাকা পয়সা দিয়েছেন কিনা উপস্থিত সবার সম্মুখে তিনি সকলকে জিজ্ঞাসা করেন। তিনি আরো বলেন,বিগত দিন গুলোতে দেখা গেছে যে, অনেকেই ভিজিডি কার্ড বিক্রি করে দেন। যারা ভিজিডি কার্ড বিক্রি করেন তারা তো গরীব নয় তারা বড় লোক তাদের ভিজিডির চাল নেওয়ার দরকার কি? কেউ দুবেলা খেতে পারে না আবার কেউ ভিজিডির চাল বিক্রি করে ইলিশ মাছ কিনে খাবে তা হয় না।তা হতে দেওয়া যাবে না এ ইউনিয়নে। যখন ইউপি সদস্যগন আতœীয়করন করে তখন বলার কিছুই থাকে না। তার পরেও বার বার তাদেরকে তিনি সতর্ক করেছেন যাতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত না হয়। অনুষ্ঠানটি উপস্থাপন করেন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক।