ঠাকুরগাঁওয়ে আকচা ইউনিয়নের দু’টি গ্রামে বিদ্যুৎ সংযোগ

18.2.17
সোনিয়া আক্তার,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দু’টি গ্রামে পল্লী বিদ্যুতের নতুন লাইনে সংযোগ দেয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় সদর উপজেলার আকচা ইউনিয়নের মন্ডলপাড়া ও শুকানীপাড়ায় বিদ্যুৎ সংযোগের উদ্ভোধন করেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন। এ সময় এমপি তার বক্তব্যে বলেন তিনি বিদ্যুতের পোল নিয়ে এসেছেন, আজকে তিনি বিদ্যুৎ সংযোগ দিলেন কিন্তু তিনি কষ্ট পান যখন বিদ্যুৎ গ্রহীতারা পল্লী বিদ্যুতের ঠিকাদারদের ঘুষ দেন। তিনি আরও বলেন এমপির মাধ্যমে কোন উন্নয়ন করে নিলে ঘুষ দেওয়ার প্রয়োজন নেই, কাজতো তিনি করেন। এমপি সহ অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ সরকার প্রতিনিয়ত উন্নয়ন করছে বলে আজ বিরোধীদের হিংসা হচ্ছে। এই বিদ্যুৎ সংযোগ নিয়ে একটি স্বার্থবাদি মহল অনেক ষড়যন্ত্র করেছে কিন্তু কোন লাভ হয়নি। আমরা উন্নয়ন করতেই থাকবো আর তারা নিজেরাই হিংসায় জ্বলবে। তাই যড়যন্ত্রকারিদের কথায় কান না দিয়ে সবাইকে আ’লীগ নেতৃবৃন্দরে সাথে একযোগে কাজ করার আহবান জানান। এ সময় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার ইনছের আলী, আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, সদর উপজেলার আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সভাপতি প্রেস ক্লাব ঠাকুরগাঁও রোড সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে ১১১টি পরিবার ও ১টি প্রতিষ্ঠানে নতুন করে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় দুটি গ্রামের হাজার হাজার মানুষ সুবিধা ভোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *