চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা পুলিশের কাছ থেকে হাতকড়া সহ দু’মাদক সেবীর পলায়ন: ৫ ঘন্টা পর আটক

1548হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা নতুনপাড়ায় পুলিশের কাছ থেকে হাতকড়া সহ প্রদীপ (৩০) ও রোকন (৩২) নামের দুই মাদকসেবনকারী পালিয়ে গেছে। শুক্রবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এরপর ঐরাতেই ব্যাপক অভিযান চালিয়ে পুলিশ রাত ১টার দিকে কার্পাসডাঙ্গা আদিবাসী পাড়াথেকে উভয়কে আটককরা হয়। পলাতক প্রদীপ কার্পাসডাঙ্গা আদিবাসী পাড়ার নদে’র ছেলে এবং রোকন ভূমিহীন পাড়ার আজাদুল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ির এ এস আই আলমগীর সঙ্গীয় ফোর্স সহ দামুড়হুদা উপজেলার নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবনের অভিযোগে প্রদীপ ও রোকনকে আটক করে । তাদেরকে হাতকড়া পরিয়ে ফাড়িতে নেয়ার সময় তারা সুযোগ বুঝে হাতকড়া সহ পালিয়ে যায়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) দামুড়হুদা কলিমুউল্লাহ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান ঘটনা পরিদর্শন করেছেন। এরপর পুলিশের উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে রাত ১টার দিকে এলাকাবাসীর সহায়তায় কার্পাসডাঙ্গার আদিবাসী পাড়াথেকে পলাতক প্রদীপ ও রোকনকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো: ফকরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত পূর্বক কর্তব্যকর্মে অবহেলাকারী পুলিশের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যাবস্থা নেওয়া হবে। এ বিষয়ে শুক্রবার রাতেই আটককৃত দু’জনের বিরুদ্ধে সরকারী কাজ সম্পাদনে বাধা ও পুলিশের হাতকড়া নিয়ে পালানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে।# #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *