ঠাকুরগাঁওয়ের আকচাঁ ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের ঘুষ নিয়ে হৈ-চৈ উঠেছে এ সপ্তায়েই পল্লী বিদ্যুৎ সংযোগ পাচ্ছে ওই ইউনিয়নের ২টি গ্রাম
সোনিয়া আক্তার,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ৩ -নম্বর আকচাঁ ইউনিয়নের ২টি গ্রামে বিদ্যুৎ সংযোগ নিয়ে ঘুষ সংগ্রহ জেলায় হৈ-চৈ উঠেছে । জানাযায় ওই ২টি গ্রামের ১শ টি বাড়ীতে বিদ্যুৎ সংযোগের জন্য প্রতি বাড়ী থেকে ৯হাজার টাকা করে মোট ৯লাখ টাকা আদায় করছে পল্লী বিদ্যুৎ দপ্তর ঠাকুরগাঁও। এ বিষয়ে জিএম পল্লী বিদ্যুৎ দপ্তর ঠাকুরগাঁও তিনি ঘুষ সংগ্রহের বিষয়টি অ-স্বীকার করেন। বিদ্যুৎ গ্রহিতা’রা জানান তারা বিদ্যুৎ সংযোগের জন্য ওই দপ্তরের ঠিকাদার রিপন কে ডকুমেন্ট রেখে টাকা প্রদান করেছেন। সম্প্রতি ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে ঠিকাদার তাল-বাহানা করে আসছিল। এ কারণে বিদ্যুৎ সংযোগ নিয়ে ঘুষ গ্রহনের বিষয়টি ব্যাপক হই-চই হয়ে উঠে । এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন এর নিকট জানতে চাওয়া হলে তিনি আমাদের প্রতিনিধিকে কোন সদ-উত্তর প্রদান করেন-নি। পল্লী বিদ্যুৎ ঠিকাদার রিপন জানান যতটাকা পেয়েছি তত টাকার কাজ করেছি। চুক্তির ৯ হাজার টাকার মধ্যে, বকেয়া টাকা পেলে মিটার সংযোগ দিয়ে বিদ্যুৎ দেওয়ার ব্যাবস্থা করা হবে। এদিকে ঠাকুরগাঁও জেলায় তাদের প্রচলিত আইনে চলছে পলী বিদ্যুৎ দপ্তরের বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ঠিকাদারদের মাধ্যমে ঘুষ সংগহের ব্যবস্থা। এ বিষয়টি সংবাদ পত্র সহ ব্যাপক প্রচার হলে টনক নড়েছে সরকারের, একটি সূত্র জানান এ সপ্তাহেই পল্লী বিদ্যুৎ সংযোগ পাচ্ছে ওই ইউনিয়নের ২টি গ্রামের ১শ টি বাড়ী ।