সুন্দরগঞ্জে উপ-নির্বাচন আ’লীগের নৌকা পেয়েছেন গোলাম মোস্তফা
সুন্দরগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে উপ-নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আ’লীগের মনোনয়ন বোর্ডের এক সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। মনোনয়ন পেতে দলীয় প্রার্থীদের দৌড়-ঝাপ শেষ হলো প্রার্থী চূড়ান্ত করার কারণে। গোলাম মোস্তফা আহম্মেদ ৩০ বছর ধরে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। পেশায় তিনি একজন শিক্ষক গত ২ বছর আগে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে তিনি চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান। গত উপজেলা পরিষদ নির্বাচনে গোলাম মোস্তফা আহম্মেদ নির্বাচিত প্রার্থীর প্রতিদ্বন্দ্বি ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সামাজিক। দলীয় মনোনয়ন পেতে প্রতিযোগিতায় নেমেছিলেন গোলাম মোস্তফা আহম্মেদ, প্রয়াত এমপি লিটনের স্ত্রী খুরশিদ জাহান হক স্মৃতি, বড় বোন আফরোজা বারী, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, উপাধ্যক্ষ আঃ হান্নান সরকার, সৈয়দ মাসুদা খাজা ও সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী। গোলাম মোস্তফা আ’লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছেন বলে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরাও নিশ্চিত করেন। উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয এমপি মঞ্জরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত হন। এরপর আসনটি শূণ্য ঘোষণা করা হলে গত ৫ ফেব্র“য়ারি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্র“য়ারি। বাছাই ২২ ফেব্র“য়ারি। প্রার্থীতা প্রত্যাহার পহেলা মার্চ। ভোটগ্রহণ ২২ মার্চ।