ইসলামপুরে বাটিকামারী ও বেড়েগ্রাম শুভ বিদ্যুতায়ন

IMG_20170125_175758
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি : “শেখ হাসিনার উদ্যোগ; ঘরে ঘরে বিদ্যুৎ” জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় রোববার বিকালে ইসলামপুর বেলগাছা ইউনিয়নের বেড়েগ্রাম ও সন্ধ্যায় পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামের বাকি ঘর গুলোতে শুভ বিদ্যুতায়ন হয়েছে।স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রাম দু’টিতে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের সুইচ টিপে বিদ্যুাতায়নের শুভ উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহাজাহান আলী,সাংগঠনিক সম্পাদক ও নব নির্বাচিত জেলা পরিষদের সন্মানিত সদস্য ওয়ারেছ আলী,বেলগাছা ইউপি চেয়ারম্যান আঃ খালেক,পলবান্ধা ইউপি চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা শাহাদাৎ হোসেন ডিহিদার স্বাধীন,জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ইসলামপুর ১০এলাকার পরিচালক কোরবান আলী,ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আব্দুন নাছের চৌধুরী চার্লেস,ইসলামপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম হাফিজুর রহমান,কেন্দ্রীয় কৃষকলীগের সম্মানিত সদস্য কৃষিবীদ শফিকুল ইসলাম শিবলী,ইসলামপুর বেলগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন তোতা,আঃ খালেক বিএসসি, মজিবুর রহমান মিঠু,দৌলুতুজ্জামানসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। গ্রাম দু’টিতে শুভ বিদ্যুতায়ন উদ্বোধন কালে প্রধান অতিথি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেন,২০১৭ সালের মধ্যে ইসলামপুরের প্রতিটি গ্রামের প্রতিটিঘর বিদ্যুতায়নের আওয়তায় আসবে। আপনারা পাশে থাকলে যমুনার নদী ভাঙ্গন রোধ,রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে জন নেত্রী শেখ হাসিনার উন্নয়নের কর্মকান্ড অব্যাহত থাকবে ইনশায়াল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *