পলাশবাড়ী প্রেসক্লাবের ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে গুণিজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Palashbari Pressclub Photo
আশরাফুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি, গাইবান্ধা : পলাশবাড়ী প্রেসক্লাবের ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, কার্যনির্বাহী কমিটির পরিচিতি, গুণিজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত বুধবার প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুল আজম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান (পিপিএম), গাইবান্ধা প্রেসক্লাবের উপদেষ্টা গোবিন্দলাল দাস, সাধারন সম্পাদক আবু জাফর সাবু। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাসদ সভাপতি প্রবীন সাংবাদিক নুরুজ্জামান প্রধান, উপজেলা জাপা সভাপতি রফিকুল ইসলাম বিএসসি, প্রেসক্লাবের প্রথম সংবর্ধিত সাবেক এমপি মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন সরকার, প্রেসক্লাব সহ-সভাপতি সাইদুর রহমান মাস্টার, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক ফজলুল হক দুদু, যুগ্ম সাধারন সম্পাদক শাহরিয়ার কবির আকন্দ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, রিপোটার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় স্বর্গীয় রাখাল চন্দ্র চৌধুরী (মরণোত্তর) স্বর্গীয় শশীভূষণ রায় (মরণোত্তর), সাহিত্যে বিশেষ অবদান রাখায় কবি, উপন্যাসিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বজলার রহমান রাজা, কবি ও কথা সাহিত্যিক এম.জাহিদ চৌধুরী লিংকনকে সম্মাননা প্রদান করা হয়। এসময় পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের উপস্থাপক পূজা রাণী ও অব: সৈনিক আমিনুল ইসলাম রাজা। দ্বিতীয় পর্বে বাংলাদেশ বেতারের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *