আলমডাঙ্গা জামজামির ৩টি ইটভাঁটায় ভ্রাম্যমাণ আদালত ৯০ হাজার টাকা জরিমানা আদায়

CHUADANGAR-ALAMDANGA-PICTUR-20-01-17
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ৩টি ইটভাঁটায় বুধবার দুপুর পৌনে ২টার দিকে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আকস্মিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদারের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ২০১৩ সালের ৪ দন্ডবীধি মোতাবেক ৩টি ইটভাঁটা থেকে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আদালত সুত্রে জানাগেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের ঘোষবিলা গ্রামস্থ এনএসবি ইট ভাঁটায় বুধবার বেলা পৌনে ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার ভ্রাম্যমাণ আদালতের কার্য্যক্রম শুরু করেন। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে ইট প্রস্তুত ও ইটভাঁটা স্থাপন করায় দন্ডবীধির ২০১৩ সালের ৪ দন্ডবীধি মোতাবেক এনএসবি ইটভাঁটার ম্যানেজার লাল্টু রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। অতঃপর বেলা আড়াই টার দিকে পাশ্ববর্তি ঘোষবিলা গ্রামের মৃত বানাত আলীর ছেলে সাবদুল হক ওলায়ের ভাই ভাই ব্রিকসে এ একই ভাবে ইট প্রস্তুত ও ইটভাঁটা স্থাপন ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ইটভাঁটা মালিক ওলাইকে ৪০ হাজার টাকা জরিমানা ধার্য্য করেন। সর্বশেষ জামজামির হাজী তাহাজুদ্দিন বিশ্বাস ওরফে ভাদু বিশ্বাসের ছেলে শহিদুল ইসলামের যমুনার মাঠের যমুনা সুপার ব্রিকসে ইটভাঁটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু হয়। পরিবেশ সংরক্ষণ আইনের একই ধারায় এ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার ইটভাঁটা মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য্য করেন। অভিযুক্তরা তাৎক্ষনিক এই জরিমানার টাকা পরিশোধ করেন। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যেমিস্ট মিজানুর রহমান ও আলমডাঙ্গা থানা পুলিশের সাব-ইন্সেপেক্টর কাইয়ুমসহ সঙ্গীয় ফোর্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *