ভোলাহাটে রেশম উন্নয়ন বোর্ড পরিদর্শন করলেন বিদেশীরা

Photo-17.01.2017
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : দেশের ৭৫ ভাগ রেশম উৎপাদন এলাকা চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের ঐতিহ্য রেশম উৎপাদনের বিভিন্ন দিক পরিদর্শন করলেন ৫ বিদেশী। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড জেলা রেশম সম্প্রসারণ কার্যালয় ভোলাহাটে ইন্ডিয়ার ব্যাঙ্গালুর থেকে কেন্দ্রীয় সিল্কি বোর্ড ডাইরেক্টর ড.এস নির্মল কুমার, ড. বিএস অ্যাংগাদি, তামিনলাড়–র প্রফেসার ড. এম সিভা কুমার, সার্ক এগ্রিকালচার সেন্টার(এসএসি)’র ডাইরেক্টর ড.এসএম বখতিয়ার ও ড.তায়্যান রাজ গুরান রেশম উৎপাদনের বিভিন্ন বিষয় পরিদর্শন করেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা রেশম সম্প্রসারণ কার্যালয়ের সহকারী পরিচালক মাহববু-উল-হক, রাজশাহী রেশম বোর্ড রিসোর্স অফিসার মন্সুর আলী, ভোলাহাট অফিসার ইনচার্জ মহসীন আলী, রেশম বোর্ডের প্রতিনিধি জিন্নাত আলীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিদেশীদের সফরের উদ্দেশ্য জানানতে চাইলে, সহকারী পরিচালক বলেন, প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে কি ভাবে অধিক রেশম উৎপাদন করে রেশম চাষিরা বেশী লাভবান হবেন সে বিষয়ে মতবিনিময়, উন্নত বিশ্বের সাথে সমন্বয়ের ভিত্তিতে বিলুপ্ত হওয়া রেশমকে পুনঃরায় কি ভাবে উজ্জীবিত করা যায় এ লক্ষ্যে তাদের এ সফর। বিদেশীদের সফরকে ঘিরে স্থানীয় রেশম চাষিরা রেশম বোর্ডে উপস্থিত হলে বিদেশীরা তাদের সাথে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *