ঠাকরগাও জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে
সোনিয়া আক্তার,ঠাকরগাঁও প্রতিনিধি : ১৬ জানুয়ারী রোজ-সোমবার ঠাকুরগাঁও জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ঠাকুরগাঁও এর ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও-১ আসনের মাননীয় সংসদ ও পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন-এর সভাপতিত্বে ঠাকুরগাঁও সিভিল সার্জন সভাকক্ষে জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে সংসদ সংরক্ষিত মহিলা আসন ০১ ঠাকুরগাঁও সেলিনা জাহান, সিভিল সার্জন ডাঃ খায়রুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর আলম, সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, আবাসিক ঠিকাদার হাসপাতাল সৈয়দ আবদুল করিম, রেজাউল ইসলাম রাজা প্রমুখ। সভায় সভাপতি মহোদয় সদর হাসপাতাল এর ২৫০ শয্যার নির্মান কাজের অগ্রগতি বিষয়ে সভায় আলোচনা করেন। নির্বাহী প্রকৌশলী, ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ জানান যে, নির্মান কাজ দ্রুত চলছে। তিনি পূর্বের সভার সিদ্ধান্ত মোতাবেক প্রস্তাবিত ভবনের নীচ তলায় গাড়ী পার্কিং এর ব্যবস্থা গ্রহনের জন্য নকশা পরিবর্তনের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাননীয় সভাপতি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। হাসপাতালের অনিয়ম দুর করা সহ হাসপাতালের রোগীদের সেবার মান উন্নত করতে ব্যাপক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। হাসপাতালে দালালদের উৎপাত বন্ধ করার প্রস্তাব উত্থাপন হলে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান তিনি তাদের আটক করে জেল হাজতে পাঠাবেন এবং এদের উৎপাত তিনি বন্ধ করবেন। সভাপতি মহোদয় জানান ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজ করার কার্যক্রম তিনি হাতে নিয়েছেন এবং তিনি এ কার্যক্রম বাস্তবায়ন করবেন।