গোপালপুরে প্রতিবন্ধীদের ৬মাসব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

usha-news-photo-gopalpur-tangail-31-december-2016
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘প্রতিবন্ধী ব্যক্তিরাও কাজ করতে সক্ষম, হয়তো তাদের কাজের ধরণ ভিন্ন হতে পারে’ শ্লোগানে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে টাঙ্গাইলের গোপালপুরের বেসরকারী উন্নয়ন সংগঠন ‘উন্নত জীবনের সন্ধানে (ঊসা)’ এর ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬মাসব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কর্মশালা ৩১ ডিসেম্বর শনিবার থেকে নবগ্রাম দালিল মাদরাসা মিলনায়তনে শুরু হয়েছে। সংগঠনটির নির্বাহী পরিচালক মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদরাসার সুপারিনটেনডেন মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, নগদাশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গোপালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এ কিউ রাসেল। নগদাশিমলা ইউনিয়নের ১১টি গ্রামের নির্বাচিত ১০জন প্রতিবন্ধী ও ৫জন হতদরিদ্র পরিবারের সদস্যসহ ১৫জন মহিলা প্রশিক্ষণে অংশ গ্রহন করছে। প্রশিক্ষণ শেষে সেলাই প্রশিক্ষণ এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জনপ্রতি একটি করে সেলাই মেশিন বিনামূল্যে প্রদান হবে বলে সংগঠনটির নির্বাহী পরিচালক জানিয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের প্রোগ্রাম অর্গানাইজার মো. হাবিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *