চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন ভোট কেনার টাকা ফেরৎ পেতে মরিয়া পরাজিত প্রার্থীরা॥

damurhuda-pic_28-12-16
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা : চুযাডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর ১১ নং ওয়ার্ডের সদস্য পদে পরাজিত প্রার্থীরা ভোটারদের নিকট টাকা ফেরৎ পেতে মরিয়া হয়ে উঠেছে। এই ওয়ার্ডের সদস্য পদের প্রার্থীরা ভোটার প্রতি ৫০/৬০ হাজার টাকা পর্যন্ত দিয়ে ভোট কিনেছিলেন। অনেক ভোটার টাকা ফেরৎ দিতে গড়িমিসি করে আতœ গোপন করেছে।
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে জেলার দামুড়হুদা, হাউলী ও জুড়ানপুর ইউনিয়ন নিয়ে ১১নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডে সদস্য পদে প্রতিদন্দীতা করেন ৮জন। এই ওয়ার্ডে ভোটর সংখা ৪০জন। এই ওয়ার্ডে শফিউল কবির ইউসুফ সর্বচ্চ ১৫ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।
এই নির্বাচনে ১১নং ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থীরা দাবী করছেন, ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে তারা শেষ পর্যন্ত কথা রাখেনি। এক জন ভোটার একাধীক প্রর্থীর কাছে টাকা নিয়েছেন এমনও গুনজন শোনা যাচ্ছে। প্রার্থীদের এসব টাকা আদায় করতে বেশ বেগ পেতে হচ্ছে। আবার অনেক ভোটার নিজেরায় টাকা ফেরৎ দিয়ে যাচ্ছে। এরই মাঝে প্রাথীরা প্রায় টাকায় আদায় করে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *