ভ্রাম্যমান আদালতে কাহালুতে ব্যাটারি কারখানা ম্যানেজারের ৩ মাস সশ্রম কারাদণ্ড
কাহালু(বগুড়া)প্রতিনিধি : কাহালু উপজেলার বীরকেদার কাজীপাড়া বাসস্ট্যান্ডের পূর্ব পার্শ্বে বাজারে গত শুক্রবার বিকেলে ব্যাটারী কারখানার ম্যানেজার আব্দুল হক কে আটক সহ কারখানার মেশিন জব্দ করা ও গুদামে সিলগালা করা হয়।
পরে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান এর উপস্থিতিতে বগুড়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট তায়েব-উর-রহমান আশিক পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার ম্যানেজার আব্দুল হককে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন এবং কারখানার মেশিন জব্দ করেন। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম কারখানার গুদাম সিলগালা করেন। অভিযানের সংবাদ পেয়ে পার্শ্ববতী গ্রাম সহ এলাকার বিপুল সংখ্যক নারী/পুরুষ উপস্থিত হন। উল্লেখ্য যে,বগুড়া-নওগাঁ মহা-সড়কের কাহালু উপজেলা বীরকেদার কাজিপাড়া বাসস্ট্যান্ডের পার্শ্বে বউবাজার নামক স্থানে কারখানাটি অবস্থিত। কারখানার সাইনবোর্ডে লুনা ফ্লাওয়ার্স মিল ও তাসিন ফিলিং স্টেশন ঝুলানো থাকলেও কারখানার প্রধান ফটক খুলে ভেতরে ঢুকে দেখা যায় শ্রমিকরা পুরাতন ব্যাটারি ভেঙে বিভিন্ন অংশের পৃথক করার কাজ করছে। সেখানে ফ্লাওয়ার্স মিল কিংবা ফিলিং স্টেশনের কোনো কার্যক্রম নাই।