ভাতার অর্থে চলেনা সংসার আদমদীঘির মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিক আগামী বিজয় দিবস নিজ চোখে দেখতে চায়

pic-27-12-16
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিকের দুইটি চোখ প্রায় ৮ বছর যাবত দৃষ্ঠি শক্তির হারিয়ে অর্থাভাবে সু-চিকিৎসার ব্যবস্থা করাতে পারছেনা। ভুমিহীন এই বীর মুক্তিযোদ্ধা আজ দৃষ্ঠিশক্তি হারিয়ে কর্মক্ষম হয়ে পড়েছেন। অন্ধত্ব বরন করেই শুধু সম্মানী ভাতার টাকা দিয়ে সংসার জীবনে ঘানি টানতে পরিবারের সদস্য নিয়ে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছে। তাই মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিক তার চিকিৎসার মাধ্যমে দৃষ্ঠি শক্তি ফিরিয়ে পেয়ে আগামী-২০১৭ সালের বিজয় দিবস নিজ চোখে দেখতে চায়। চোখের দৃষ্টি ফেরাতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সর্বস্থরের মানুষের নিকট আকুল আবেদন জানায়।
আবু বক্কর ছিদ্দিক জানায়, আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের ছামছুজ্জোহার ছেলে সেই দিনের টকবকে যুবক আবু বক্কর ছিদ্দিক ১৯৭১ সালের বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ মাতৃকাকে রক্ষা করতে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধে অংশ গ্রহন করেন। দেশ স্বাধীন করার পর লেখাপড়া অল্প থাকার কারনে কোন চাকুরি মিলেনি তার ভাগ্যে। তিনি জীবনের ঝুঁকি নিয়েই সংসার চালাতে বেচে নেয় ওয়াল্ডিং-এর কাজ। স্বাধীনতার পর থেকে হার ভাঙ্গা পরিশ্রম করে ওয়েলডিংয়ের কাজ করে কোন রকমে টানা পোড়েনের মধ্যে সংসার টাকে চালিয়ে নিচ্ছিল। প্রায় ৮ বছর আগে ওয়েলন্ডিংয়ের কাজ করার সময় তার চোখে আঘাত লাগে। এরপর বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হলেও তার চোখ ক্রমেই দৃষ্ঠি হারাতে শুরু করে। অবশেষে দুচোখের দৃষ্টি হারিয়ে বর্তমানে কিছুই দেখতে পায় না। চিকিৎসকগন জানান ঢাকায় চক্ষুু হাসপাতালে তার দুই চোখই জরুরি ভাবে অপারেশনের মাধ্যমে পুনরায় দৃষ্ঠি শক্তি ফেরানো সম্ভব। এতে বিপুল টাকার প্রয়োজন। কিন্তু এতো টাকা তার পক্ষে জোগার করা কোন ক্রমেই সম্ভব হয়না। বর্তমানে মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিক দু‘চোখের দৃষ্ঠি হারিয়ে কর্মহীন হয়ে শুধু সম্মানী ভাতার অর্থে স্ত্রীসহ ৮ জন সদস্যে নিয়ে মানবেতর ভাবে দিনাতিপাত করছে। মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিক মুক্তিযুদ্ধে জয়ী হলেও তার দৃষ্ঠি শক্তি হারিয়ে আজ জীবন যুদ্ধে পরাজিত সৈনিক। প্রতি বছর বিজয় দিবস পালিত হলেও আবু বক্কর নিজ চোখে তা দেখতে পায় না শুধু অনুভব করে থাকেন। দৃষ্ঠি হারানো এই গরীব মুক্তিযোদ্ধা জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সর্বস্থরের দেশ প্রেমিক মানুষের নিকট সাহায্য ও আশ্বিবাদ কামনা করেছেন। সোনালী ব্যাংক আদমদীঘি শাখার ১০০০৮৪৯০৪ নং সঞ্চয়ী হিসাবেন তাকে সাহায্য পাঠানোর জন্য আহবান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *