আদমদীঘিতে মুক্তিযোদ্ধার পুত্রবধু একই সাথে তিনকন্যা সন্তানের মা হলেন

pic-26-12-16-02
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির শিহাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের পুত্রবধু সুমাইয়া আখতার সুমি (২৫) একই সাথে জমজ তিন কন্যা সন্তানের জন্ম দিয়ে চার কন্যা সন্তানের মা হলেন। বর্তমানে অপারেশনে ভুমিষ্ঠ হওয়া তিনকন্যা সন্তানই সুস্থ্য রয়েছে বলে পারিবারিক সূত্রে বলা হয়েছে। এদিকে জমজ তিন কন্যা সন্তানকে দেখার জন্য উৎসুখ নারী পুরুষরা বাড়ীতে ভীড় করছেন।
আদমদীঘির শিহাড়ী গ্রামের মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের ছেলে আহসান হাবিব বাবু প্রায় ৮ বছর পূর্বে সুমাইয়া আখাতার সুমিকে বিয়ে করে। তাদের সুরভি নামের ৫ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। এরপর গত ১৯ডিসেম্বর রাত আড়াইটায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পুত্রবধু সুমাইয়া আখতার সুমিকে অপারেশনের মাধ্যমে একই সাথে তিনটি কন্যা সন্তানের ভুমিষ্ঠ করেন চিকিৎসকরা। বর্তমানে শিহাড়ী গ্রামে প্রসুতি মা সুমি কিছুটা অসুস্থ থাকলেও সদ্য ভুমিষ্ঠ হওয়া তিনকন্যা সন্তানই সুস্থ্য রয়েছে। স্বশুড় মুক্তিযোদ্ধা আফজাল হোসেন জানান, তিনি কন্যা সন্তান পেয়ে খুশি হয়েছেন তার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *