সৈয়দপুর থানার ওসির নাকের ডগায় রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠছে বহুতল ভবন নীরব রয়েছেন পুলিশ সুপার

dsc00131
মোঃ মোতালেব হোসেন, নীলফামারী অফিস : সৈয়দপুর রেলওয়ের বিভাগীয় শহর। রেলওয়ের এসপি সাহেবের অফিসের দেয়াল ঘেঁষে জীবিত গাছ কর্তন করে বহুতল বভনের কাজ চালিয়ে যাচ্ছেন লাভলী স্টুডিওর মালিক তাজুল ইসলাম। এ ব্যাপারে ০৩.১১.২০১৬ তারিখে সৈয়দপুর রেলওয়ের কর্মকর্তা এসএসএই/ওয়ার্কস জনাব মোঃ তৌহিদুল ইসলাম বাংলাদেশ রেলওয়ের স্বারক নং-পি/১ মূলে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ উক্ত ভূমিদস্যুর বিরুদ্ধে দায়ের করেন এবং ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক ভাবে নির্মাণ কাঠামোর মালামাল জব্দ করেন এবং কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন তারপরেও কাজ বন্ধ না করে কাজ চালাতে থাকলে গত ০৬.১২.১৬ তারিখে রেলওয়ের ভূসম্পত্তি অফিসের কানুনগো মনোয়ারুল ইসলাম আবারো সৈয়দপুর থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ ব্যাপারে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও সৈয়দপুর থানা পুলিশ রহস্যজনকভাবে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে রেলওয়ের জমির জীবিত গাছ কর্তন, সরকারী সম্পদ বিনষ্ট করে ক্ষমতার প্রভাব দেখিয়ে সৈয়দপুর থানা থেকে একশত পঞ্চাশ গজ দুরে ও রেলওয়ের এসপি অফিসের দেয়াল ঘেঁসে একেবারে পুলিশ প্রসাশনের নাকের ডগায় কোন প্রকার অনুমোদন ছাড়াই পৌরসভার নকশাবিহীন বহুতল ভবনের নির্মান করে চলেছেন এবং সর্বশেষ ছাদ ঢালাইএর কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *