সুন্দরগঞ্জে ধসে যাওয়া রামডাকুয়া ব্রীজ পুন: নির্মাণ না হওয়ায় জন দুর্ভোগে
গোলাজার রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : সুন্দরগঞ্জ উপজেলায় বন্যায় ধসে যাওয়া রামডাকুয়া ব্রীজটি পুন: নির্মাণ না হওয়ায় জন দুর্ভোগে পড়েছেন ২০ গ্রামের শত-শত মানুষ।
জানা গেছে, বন্যায় ধসে যাওয়া রামডাকুয়া ব্রীজটি এক বছরেও পুন: নির্মাণ না হওয়ায় জন দুর্ভোগে পড়েছেন ২০ গ্রাম শত-শত স্কুল, কলেজগামি শিক্ষার্থীরা নৌকার জন্য অপেক্ষায় থাকতে গিয়ে যথাসময়ে প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না। উল্লেখ্য, সাবেক এমপি ডা. কর্নেল (অবঃ) আব্দুল কাদের খান নিজ অর্থায়নে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে ২০০৯ সালে তিস্তার শাখা নদী রামডাকুয়ার উপর ব্রিজটি নির্মাণ করেন। নির্মাণের পর থেকে উপজেলার বেলকা, হরিপুর, তারাপুর ও পাশ্ববর্তি উলিপুর, চিলমারী ও বিভিন্ন চরসহ ২০টি চরাঞ্চলের ৫ শতাধিক শিক্ষার্থীসহ শত-শত মানুষজন ওই পথে যাতায়াত করে থাকেন। গত বছর বন্যায় ব্রিজটি ধ্বসে গেলে পৌর প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন স্থানটি পরিদর্শন করলেও দীর্ঘ এক বছরেও ব্রীজটি পুন: নির্মাণের কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ নিয়ে পৌর মেয়র আব্দুল্লাহ-আল-মামুন জানান, ব্রিজটি পুন: নির্মাণের মত অর্থ পৌর সভার ফান্ডে নেই। উপজেলা প্রকৌশলী আবুল মনছুর জানান, ব্রিজটির পুন: নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থের চাহিদা পত্র নির্বাহী প্রকৌশলীর নিকট প্রেরণ করা হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলেই ব্রীজটি জরুরী ভিত্তিতে পূণঃ নির্মাণ করা হবে।