বাগাতিপাড়া ভূমি অফিসে টোকেন ডেক্স, এসএমএস, খাস খতিয়ান তথ্যের সিডি-হার্ডকপি, নোটিশবোর্ড উদ্বোধন

baagtipara-acland-pic-09-12-16-01
আব্দুল মজিদ, নাটোর : নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে বাগাতিপাড়া ভূমি অফিসে এসএমএস, হাজিরা টোকেন ডেক্স, , খাস খতিয়ান তথ্যের সিডি হার্ডকপি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সার্ভিসগুলো উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মনীরুজ্জামান ভূঁঞা।
সার্ভিসটির মাধ্যমে নামজারী, মিসকেস সহ রাজস্ব আদালত সম্পর্কিত বিষয়ে আবেদনকারীদের কাছে এসএমএস এর মাধ্যমে শুনানীর তারিখ ও সময় জানানো হবে। এতে করে সেবা গ্রহীতাদের হয়রানী অনেকাংশে কমবে। বাগাতিপাড়া উপজেলা মৌজা ওয়ারী খাস খতিয়ান সম্পর্কিত তথ্যের সিডি ও হার্ডকপি মোড়ক উন্মোচোন করা হয়। এছাড়াও সেবা প্রার্থীদের সুবিধার্থে শুনানীর জন্য হাজিরা ও টোকেন গ্রহনের ডেক্স, নোটিশ বোর্ড উদ্বোধন করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মনীরুজ্জামান ভূঁঞা বলেন, ‘প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে চাই। ভূমি অফিসকে ফুললী অটোমেশন করাই ্আমাদের লক্ষ্য। আমরা জনগণের জন্য কাজ করি এবং আরো ভালভাবে করতে চাই। এবিষয়ে সাংবাদিক সহ সকল সচেতন জনসাধারণকে পাশে চাই।’ এসময় সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা খানম, সাংবাদিক আরিফুল ইসলাম তপু, সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *