চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলার সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় সদর হাসপাতালের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান। অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল করিম ও সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মেদ। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৮ জন সাংবাদিক অংশ নেয়।
এতে জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ ’ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ডের কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবার জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের সকল শিশুকে ১ টি নীল রঙের এবং ১ থেকে ৫ বছর বয়সের সকল শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ১টি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।