ব্যবসায়ি বশর গ্রেফতার

chhatak-madok-bebsayi-bosor
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : ছাতকে ২০হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ একব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউপির ছৈলা গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির নাম বশর মিয়া (৫০)। সে গ্রামের মৃত হুশিয়ার আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছৈলা গ্রামের বশর মিয়া নিজ বসত বাড়িতে মদ, গাঁজা, হিরোইন, ইয়াবাও অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করে আসছিল। এতে এলাকার যুক সমাজ দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হলে সচেতন গ্রামবাসী এর তীব্র প্রতিবাদ করেন। কিন্তু এরপরও তার অপকর্ম থেমে থাকেনি। অবশেষে এলাকাবাসী পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলে থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন, এসআই তরিকুল ইলাম সঙ্গীয় ফোর্সসহ বশরের মাদক আস্তানায় হানা দেন। কিন্তু এরআগেই পুলিশের উপস্থিতির কথা ঠের পেয়ে আস্তানা থেকে গাঁজা, হিরোইন, ইয়াবাও অসামাজিকতায় জড়িত পতিতাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। এসময় ২০হাজার টাকা মূল্যের ৪০বোতল ভারতীয় অফিসার্স চয়েস ও ২০বোতল বুটিকা জাতের মাদকসহ বশরকে গ্রেফতার করা হয়। এরআগে ছৈলা এলাকায় অবস্থিত দোলারবাজারের মাদক ব্যবসায়ি নূর আলীকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন জানান, বশরের আস্তানায় মাদক ব্যবসাসহ অসামাজিকতা চলে আসছিল। তাকে গ্রেফতারের পর পুলিশ প্রশাসনের প্রতি সন্তেুাষ প্রকাশ করে অভিনন্দন জ্ঞাপন অব্যাহত রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *