কালভার্ট ভেঙ্গে মরণ ফাঁদে পরিণত

sundarganj-photo
গোলাজার রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : সুন্দরগঞ্জ পৌর শহরে কালভার্ট ভেঙ্গে মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাতের আঁধারে হরহামেশায় কালভার্টের ভাঙ্গায় পড়ে আহত হচ্ছে পথচারীরা।
জানা গেছে, সুন্দরগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে পুলিশ ষ্টেশনের সামনের রাস্তায় নির্মিত কালভার্টটির মাঝখানে ঢালাই ধ্বসে পড়ে গর্তের সৃষ্টি হয়। শহরের ব্যস্ততম এই সড়কে কালভার্টটির গর্তের অংশে রয়েছে শুধু লোহার রড। প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করা এই সড়কে পথচারীরাসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা লোহার রডে পড়ে আহত হচ্ছে। বেশি দূর্ঘটনা ঘটছে রাতের বেলায়। দিনের বেলাও মোটর সাইকেল রিক্সা বাই সাইকেলসহ অন্যান যানবাহন চলাচল করছে সাবধানে। কালভার্টের মাঝখানে ভেঙ্গে যাওয়ার মাস অতিক্রম করতে চললেও পুনঃনির্মাণ বা মেরামতের কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। পথচারী শফিকুল ইসলাম জানান গত বৃহস্পতিবার কোচিং ছুটির পর রাতে বাড়ি যাওয়ার সময় ২ জন ছাত্র বাই সাইকেলসহ কালভার্টের ভাঙ্গায় পড়ে আহত হয়েছে। এব্যাপারে পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন জানান, অতি শীঘ্রই কালভার্ট মেরামত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *