বেনাপোলে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আট
বেনাপোল(যশোর) : বেনাপোল সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ মুকুল হোসেন(২৫) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) সদস্যরা।
শুক্রবার(০২ ডিসেম্বর) রাত ১১ টার দিকে বেনাপোল সীমান্তের দৌলতপুর গরু খাটালের পাশ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
সে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে ভারত থেকে এক যুবক অস্ত্র ও গুলি নিয়ে এপারে অবস্থান করছে। এসময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দৌলতপুর গ্রামের গুরু খাটালের পাশে অবস্থিত একটি মেহেগনী বাগান থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়।
দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আজমত খান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।