কাহারোলে দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে চাষী পর্যায়ে উন্নতমানের ধান গম ও পাট বীজ উৎপাদন ও সংরক্ষণ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ১২০ জন ধান গম ও পাট বীজ চাষীদেরকে প্রশিক্ষণ প্রদান করেন দিনাজপুর জেলার কৃষি প্রশিক্ষক শ্রী নিখিল চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ গোলাম মোস্তফা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ অরুন রায় ও সুরুজ্জামান শেখ প্রমুখ।