নওগাঁর আত্রাইয়ে মুক্তি যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা।

mukti-zordha-news-pic
একেএম কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধিঃ- “৭১এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার” জঙ্গিবাদ,সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে মুক্তি যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আত্রাই মুক্তি যোদ্ধা অস্থায়ী কার্যালয় (বিহারীপুর) চত্বরে আত্রাই উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড আয়োজিত মুক্তি যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তি যোদ্ধা কমন্ডার বীর মুক্তি যোদ্ধা আখতারুজ্জামান আখতার। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তি যুদ্ধের আঞ্চলিক কমন্ডার, সাবেক এমপি আত্রাইয়ের লাল সূর্য বীর মুক্তি যোদ্ধা ওহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ,ভাইস চেয়ারম্যান একরামূল বারী রঞ্জু।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সহ –সভাপতি বীর মুক্তি যোদ্ধা আবুল কালাম আজাদ, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন,আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাছ আলী,কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম, আত্রাই উপজেলা মুক্তি যোদ্ধার সাবেক কমন্ডার বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান, সাবেক কমন্ডার বীর মুক্তি যোদ্ধা জামসেদুর রহমান জমসেদ, সাবেক মুক্তি যোদ্ধা কমন্ডার সাজেদুর রহমান দুদু শাহ, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক জেলা কমন্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ডিপুটি কমন্ডার আব্দুল মালেক খান, বীর মুক্তি যোদ্ধা খালেকুজ্জামান বুলু, বীর মুক্তি যোদ্ধা সাংবাদিক আফিল উদ্দিন,বীর মুক্তি যোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তি যোদ্ধা আব্দুল রাজ্জাক, বীর মুক্তি যোদ্ধা সাংবাদিক আব্দুল গোফ্ফার, বীর মুক্তি যোদ্ধা শ্রী নীরেন্দ্র নাথ দাস, বীর মুক্তি যোদ্ধা শ্রী পরিতোস কুমার,বীর মুক্তি যোদ্ধা শশাংক কুমার পাল, বীর মুক্তি যোদ্ধা বুদ্ধেশ^র হালদার, বীর মুক্তি যোদ্ধা আব্দুস সামাদ, আগামী মুক্তি যোদ্ধা প্রজন্মের নিহত মুক্তি যোদ্ধার সন্তান সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, শ্রী সঞ্জয় কুমার দাস প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *