কালিগঞ্জের ৫২ টি পরিবারকে উচ্ছেদ বন্ধের দাবিতে পুলিশ সুপার বরাবর অভিযোগ
নিজস্ব প্রতিনিধিঃ কালিগঞ্জের ৫২টি পরিবারকে উচ্ছেদের পায়তারা বন্ধের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২৪ নভেম্বর জায়ামারি গ্রামের মৃত তালেব আলীর পেয়াদার ছেলে সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর এ অভিযোগ দায়ের করেন । অভিযোগ সূত্রে জানাযায় কালিগঞ্জ উপজেলার ঝিয়ামারি মৌজায় সি এস ৩,৬,৭, ৯, ১০,১১-১৪/১, এস-এ -৩,৩/২, ৩/৩, ৪-৮,১০, ২৭,৩০ নং খতিয়ানে ২,৩, ৯, ১১, ১২,১৩, ১৫,১৬,১৮, ২৪-২৯ দাগসহ অন্যান্য দাগে প্রায় ৩০০ বিঘা জমি কোর্টের ডিগ্রি প্রাপ্ত পৈত্রিক সম্পত্তি ৫২ টি পরিবার ঘরবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছে । ওই জমিতে ৫২টি পরিবারে
যাতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে তার জন্য বিগত ২০০৯ সালে বর্তমান প্রধান মন্ত্রী , স্বাস্থমন্ত্রী , আইজিপি ,ডিআইজি ও সাতক্ষীরার এসপি বরাবর একটি লিখিত আবেদন করা হয় । আবেদনের প্রেক্ষিতে তৎকালীন পুলিশ সুপার ও বর্তমান খুলনা বিভাগীয় ডিআইজি মনিরুজ্জামানের তদন্ত প্রতিবেদনের আলোকে ৫২টি পরিবার কতৃক এই জমি দখল বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া যাতে ওই জমি নিয়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে খেয়াল রাখার জন্য থানা অফিসার ইনচার্জ কে নির্দেশ দেওয়া হয়। তারপর থেকে ওই জমিতে শান্তিপূর্ণভাবে ৫২ টি পরিবার বসবাস করে আসছে। কিন্তু স্মপ্রীতি আশাশুনি থানার বসুখালি গ্রামের মৃত মছা করিমের ছেলে চিহ্নিত ভূমিদস্যু জবর দখলসহ , একাধিক মামলার আসামি অমেদ আলী এই জমি থেকে ৫২টি পরিবারকে উচ্ছেদ করে দখলের জন্য পায়তারা অব্যাহত রেখেছে। সে কারনে একের পর এক ওই ৫২টি পরিবার হত্য, গুম ও বেআইনি অস্ত্র বা ফেন্সিডিল রেখে ফাসিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন হুমকি প্রদর্শন করেছে। এ ঘটনায় ওই ৫২টি পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতা ভুগছে। অবিলম্বে ওই ভূমিদস্যু অমেদ আলীর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ ও ৫২টি পরিবারের নিরাপত্তার দাবি জানানো হয়েছে ও অভিযোগে। অপরদিকে ওহাব পেয়াদা বলেন, অমেদ আলী আমাকে কোন জব্দ করতে না পেরে গত ২৬ নভেম্বর আশাশুনি উপজেলার কমলাকাটি গ্রামের যতীন্দ্রনাথ গাইন এর ছেলে ভবেন গাইন কে দিয়ে একটা মিথ্যা সংবাদ সম্মেলন করিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা। উক্ত ভবেন গাইন নিজে তার মেয়েদের ভারতে কাজের জন্য পাঠিয়েছেন। শুধু অমেদ আলী দ্বারা প্রভাবিত হয়ে তিনি এ ধরনেরে মিথ্যা অভিযোগ এনেছেন। এ বিষয়ে অমেদ আলীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।