পতনিতলায় হালিম নগর বধ্যভূমি দিবস পালন ও শ্রদ্ধা নিবেদন

photosapahar30-11-2016-halim-nogor
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পতœীতলা উপজেলার নিরমইল ইউনিয়নের হালিম নগর আদিবাসী বধ্যভূমি স্মৃতি সংরক্ষন পরিষদ এর উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে ৩০ নভেম্বর বুধবার সকাল ১০টায় বধ্যভূমিতে শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। সকালে ওই এলাকার অসংখ্য আদিবাসী জনগোষ্ঠির লোকজন উক্ত স্থানে উপস্থিত হয়ে ২০১৪ সালে নির্মিত একটি বেদিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত জনতা সেখানে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।
বধ্যভূমি স্মৃতি সংরক্ষন পরিষদের সভাপতি শ্রী রমেন চন্দ্র বর্মন এর সভাপতিত্বে আলোচনা সভায় ১৯৭১ সালে পাকবাহিনীর হাতে একই গর্তে নির্মম ভাবে নিহত মুক্তিকামী শহিদ আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য প্রদান করেন নিরমইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পতœীতলা উপজেলা হিন্দু, বৈদ্য, খৃষ্টান ও আদিবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দে, বধ্যভূমি স্মৃতি সংরক্ষন পরিষদের সাধারণ সম্পাদক ঘটনার স্বাক্ষী মিঃ গুলু মুর্মু, নিরমইল ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবর রহমান প্রমুখ। এ সময় ওই অনুষ্ঠানে বধ্যভূমিতে শহিদ জোনা টুডুর ছোট ভাইয়ের স্ত্রী, শেফালী মাড্ডি, মুন্সী টুডুর ছেলে সাগর টুডু, কৃষœ টুডু, নাতী নিরেন টুডু সহ অসংখ্য আদিবাসী নারী পুরুষ উপস্থিত হয়ে তাদের চোখের পানি ফেলেন।
উল্লেখ্য ১৯৭১ সালের ৩০ নভেম্বর ওই স্থানে পাকিস্তানী বাহিনী ও তাদের দোসররা এলাকার মুক্তিকামী ৩৬ জন আদিবাসী মানুষকে ধরে এনে ব্রাশ ফায়ার করে একই খালে তাদেরকে মাটি চাপা দিয়ে হত্যা করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *