বিরল উপজেলায় পল্লীশ্রীর সিএসওএসডিজি প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

30-11-2016
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ ইউরোপিয় ইউনিয়ন ও নেটস্ বাংলাদেশ’র সহযোগীতায় এবং পল্লীশ্রী কর্তৃক বাস্তবায়নকৃত ’সিভিল সোসাইটি অর্গানাইজেশনস স্ট্রেংদেন ডেমোক্রাটিক গভার্ণেন্স’ প্রকল্পের আয়োজনে গণ গবেষণা বিষয়ক প্রশিক্ষণ বিরল উপজেলার বিভিএস হলরুম এবং ধর্মপুর ইউনিয়ন পরিষদের হলরুমে মোট দু’টি ব্যাচে অনুষ্ঠিত হয়।উক্ত প্রশিক্ষনে বিরল উপজেলার ৮টি স্থানীয় সুশীল সমাজ সংগঠনের মোট ৪৪ জন সদস্য অংশগ্রহন করেন। প্রশিক্ষন পরিচালনা করেন সিএসওএসডিজি প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: কামরুজ্জামান এবং এ্যাডভোকেসি এন্ড ইনফরমেশন অফিসার শেখ আব্দুল করিম। সহায়ক হিসেবে ছিলেন ফিল্ড ফ্যাসিলেটেটর মোছা: বিলকিস বেগম ও রোকীনুজ্জামান। এই প্রশিক্ষনের উদ্দেশ্য হচ্ছে, স্থানীয় সুশীল সমাজ সংগঠনগুলো গনগবেষনার মাধ্যমে তাদের সমস্যা চিহ্নিত করে এর মূল কারণ উদ্ঘাটনের মধ্য দিয়ে সমাধানের চেষ্টা করবে। এতে করে একদিকে যেমন নিজেদের দক্ষতা বৃদ্ধি পাবে তেমনি নিজেদের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করবে। উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারী মাস থেকে পল্লীশ্রী এ প্রকল্পটি বাস্তবায়ন করছে, যা ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চলমান থাকবে। এ প্রকল্পের মাধ্যমে দিনাজপুর জেলার বিরল ও কাহারোল উপজেলার ৮টি ইউনিয়নের ৩২টি গ্রাম পর্যয়ের সিএসও চলমান রয়েছে, পাশাপাশি ৮টি ইউনিয়নে ৮টি এবং দু’টি উপজেলা সিএসও কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *