সৈয়দপুর রেলওয়ে এস পি সাহেবের অফিসের দেয়াল ঘেঁষে অবৈধ বহুতল ভবন নির্মাণ

dsc00120
মোঃ মোতালেব হোসেন, নীলফামারী অফিসঃ সৈয়দপুর রেলওয়ের এসপি সাহেবের অফিসের দেয়াল ঘেঁেষ রেলওয়ের জায়গায় অবৈধভাবে জীবিত দুইটি গাছ কর্তন করে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় এসপি অফিসের নিরাপত্তা হুমকি তৈরী করে বহুতল ভবনের কাজ চালিয়ে যাচ্ছেন সাবেক যুবদল নেতা তাজুল ইসলাম। এ ব্যাপারে গাছ কাটার সময় গত ১৯ শে সেপ্টেম্বর ২০১৬ সোমবারের দৈনিক দাবানল পত্রিকায় গাছ চুরির সংবাদ প্রকাশিত হলে রেলওয়ের আই ডাব্লু সাহেব উক্ত যুবদল নেতার বিরুদ্ধে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করেন। এবং পত্রিকায় এও প্রকাশিত হয় যে, তিনি বহুতল ভবন নির্মানের উদ্দেশ্যে গাছ কেটেছেন এজন্য রেল প্রশাসনসহ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করেছেন বলে গোপন সূত্রে জানা যায়। তাই সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আই ডাব্লু সাহেবের লিখিত অভিযোগ পাওয়ার পরেও দুস্কৃতিকারী ও ভূমিদস্যু তাজুল ইসলামের বিরুদ্ধে দুই মাস অতিবাহিত হলেও কোন প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন নাই। তাই তাজুল ইসলাম অদ্য ২৯.১১.২০১৬ ইং তারিখে দেখা যাচ্ছে দিনের বেলা মিক্সার মেশিন দিয়ে বহুতল ভবনের পিলার ঢালাই করছেন। অথচ তার সঙ্গেই লাগানো রেলওয়ের এস পি সাহেবের অফিস, অস্ত্রাগার ও পুলিশ ব্যারাকটি একতলা ভবন। পাশেই বহুতল ভবন হলে খুব সহজেই নাশকতাকারীরা সুউচ্চ ভবন থেকে এস পি সাহেবের অফিস লক্ষ করে নাশকতা চালানোর হুমকী থেকে যায়। বাংলাদেশের কোথাও এসপি সাহেবের অফিস লাগোয়া কোন বহুতল ভবন নাই। এ ব্যাপারে ভুমির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলীকে জানালে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি বিধায় আজ এভাবে সৈয়দপুর শহরে একের পর এক রেলওয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত হচ্ছে বহুতল ভবন। এবং তিনি সহ কয়েকজন আওয়ামী লীগের নেতা এবং শ্রমিক লীগ ও সৈয়দপুরর পৌরমেয়র মিলে একটি সিন্ডিকেট করে বিক্রয় করছেন রেলওয়ের জমি ও বহুতল ভবন নির্মানে উৎসাহ এবং মদদ জোগাচ্ছেন। উক্ত সিন্ডিকেট এবং ভূমি দস্যুরা মিলে উপসহকারী প্রকৌশলীর অফিস সংলগ্ন ১১০ নং বাংলোর সামনে বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা মোস্তাক আহমেদ কর্তৃক উচ্ছেদকৃত জায়গায় কোটি টাকা লেনদেনের বিনিময়ে পুনরায় নির্মিত হয়েছে মার্কেট। ফলে বিমান বন্দর যাওয়ার ভিআইপি রাস্তাটি সংকুচিত হয়ে যানজট সৃষ্টি করছে। এ ব্যাপারে পৌর প্রশাসনের কোনরুপ ভ্রƒক্ষেপ নেই। মাননীয় প্রধান মন্ত্রী যখন সৈয়দপুর শহরকে অধিক গুরুত্ব দিয়ে নগর উন্নয়ন করছেন তাঁর এ উন্নয়নকে বাধাগ্রস্থ করতেই এই সকল অবৈধ নির্মান চলছে বলে সৈয়দপুরের একাধীক ত্যাগী আওয়ামী লীগ নেতাগণ মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *