সাপাহার জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ে দীক্ষা গ্রহণ অনুষ্ঠিত
গোলাপ খন্দকার নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ে দীক্ষা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সেবার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে গার্লস গাইড স্কাউটিং ।৩ মাস প্রশিক্ষণ গ্রহণের পর গার্লস গইড সহচরদের সদস্য উর্ত্তীণ হওয়ার মাধ্যমে গার্লস গাইড জীবনের অভিষেক ঘটে।দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে প্রশিক্ষিত ৩২ জন গার্লস গাইড সহচরদের দীক্ষা প্রদান করা হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ ঘটিকার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট সাপাহার উপজেলা কমিশনার মাহবুবুল আলম,সম্পাদক আব্দুল বাশেদ,স্কাউট লিডার রেজাউল ইসলাম ,আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের স্কাউ লিডার নুরুল ইসলাম,জামাননগর বালিকা উচ্চ বিদ্যালযের স্কাউট লিডার শাহীন আখক্তার প্রমুখ।দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে অতিথিরা বলেন নবাগত গার্লস গাইড মুলত দীক্ষা গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়। তাই এই দিনটি গার্লস গাইডদের জীবনে একটি স্মরনীয় দিন ।স্কাউটিং এর মুলমন্ত্র বুকে লালন করে নবাগত গার্লস গাইডরা তারা তাদের হাতে হাত ধরে স্কাউটিং আরো বহুদুর এগিয়ে যাবে। স্কাউটিং এ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ,সঠিক নেতৃত্ব ,জনসচেতনতা,সামাজিক দায় বদ্ধতাসহ নানাক্ষেত্রে অবদান রাখার সুযোগ তৈরি হয় ।তাই সঠিক স্কাউটিংয়ের মাধ্যমে নিজের এবং দেশের উন্নয়নে নতুন প্রজন্ম বিশেষ ভ’মিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।