২০ দিনের ব্যবধানে আরও অগ্নিসংযোগ লোহাগড়ায় ধারাবাহিক অগ্নিকান্ডে কোনঠাসা সংখ্যালঘু পরিবার
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর এলাকার কুন্দশী গ্রামের পালপাড়ায় দূর্বৃত্তদের দেওয়া অগ্নিসংযোগে সংখ্যালঘু পরিবারের ঘর বাড়ি ভস্মীভূত হয়েছে। অগ্নিসংযোগে গোয়ালঘরে থাকা গবাদি পশুও রেহাই পায়নি। এ ঘটনায় সংখ্যালঘু পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (২৩ নভেম্বর) মধ্যরাতে (৩ টায়) দূর্বৃত্তরা পালপাড়ার ৩ টি বাড়িতে অগ্নিসংযোগ করে। মাত্র ২০ দিনের ব্যবাধানে সংখ্যালঘু সম্প্রদায়ের ৪ বাড়িতে আবারও অগ্নিসংযোগের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের কোনঠাসা হয়ে পড়েছে। ঘটনার পর সকালে নড়াইল-২ আসনের এমপি, উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, লোহাগড়া পৌর এলাকার কুন্দশী গ্রামের পালপাড়ায় বুধবার মধ্যরাতে (৩ টায়) নিরোদ পাল, পরিতোষ পাল ও প্রফুল্ল পালের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। মুহুর্তে আগুন আশেপাশে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ আগুন নেভানোর চেষ্টা চালায়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র একটি চৌকস দল এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে নিরোদ পালের গোয়াল ঘরে থাকা দুইটি গরু ঝলসে যায়, তৈজসপত্র তৈরীর ঘর (পালিঙ্গা) ও গোয়ালঘর, পরিতোষ পাল ও প্রফুল্ল পালের খড়ের গাদা ভস্মীভূত হয়েছে। এ ঘটনার মাত্র ২০ দিন আগে (৩ নভেম্বর) মধ্য রাতে দুর্বৃত্তরা ওই এলাকার জয়ন্ত পালের ঘরে আগুন দেয়। এছাড়া গত বছরের ২৩ মে একই এলাকার শিবু পাল ও সুনীল পালের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোন তৎপরতা হিন্দু সম্প্রদায়কে সন্তুষ্ট করতে পারেনি বলে জানায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলি।
অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ নিরোদ পাল বলেন, “বারবার আমাদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। আমরাতো কারও কোন ক্ষতি করিনি। তাহলে আমাদের ওপর কেন এ নির্যাতন?
এ বিষয়ে আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও মোঃ সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই। ডিসি স্যার তদন্ত করে ব্যবস্থা নেবেন।
ক্ষতিগ্রস্থ পরিবারের নিরাপত্তা রক্ষায় কি পদক্ষেপ নেয়া হয়েছে জানতে চাইলে জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ বলেন,“এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার এবং এ ঘটনার পুনরাবৃত্তি রোধে রাতে পুলিশি টহলের পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারদের চাল ও আর্থিক সহযোগিতা করা হবে।