ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৮৪ শিক্ষার্থী

vashani-uni
সুমন ঘোষ, বিভাগীয় প্রতিনিধি (ঢাকা) : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের বিপরীতে ৮৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে ‘এ’ ইউনিটে। শেষ সময় পর্যন্ত চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৭৯৫ টি আসনের জন্য মোট ৬৬ হাজার ৭৩০ জন শিক্ষার্থী আবেদন করেছে। ‘এ’ ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ১৪৪ জন পরীক্ষার্থী।
‘এ’ ইউনিটে তিনটি বিভাগে ১৬৫ টি আসনের জন্য ২৩ হাজার ৬৯৩ জন, ‘বি’ ইউনিটের ছয়টি বিভাগে ২৯০টি আসনের জন্য ২৭ হাজার ৪৯২ জন, ‘সি’ ইউনিটের চারটি বিভাগে ২২০টি আসনের জন্য ১০ হাজার ১০৭ জন এবং ‘ডি’ ইউনিটের দুটি বিভাগে ১২০টি আসনের জন্য ৫ হাজার ৪৩৮ জন শিক্ষার্থী আবেদন করেছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন।
এমসিকিউ পদ্ধতিতে আগামী ১০ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ১১ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠত হবে।
আসন বিন্যাসসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট িি.িসনংঃঁ.ধপ.নফ -তে পাওয়া যাবে।
উল্লেখ্য, গত বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৬০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *