সাপাহারে সাঁওতাল স্টুডেন্ট ইউনিয়ন (সাসু)’র মানববন্ধন অনুষ্ঠিত

photosapahar20-11-2016-saotal-student
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : গাইবান্দা গোবিন্দগঞ্জ বগদা ফার্ম ও পাশের গ্রাম গুলো থেকে ভূমির প্রকৃত মালিক আদিবাসী-সাঁওতাল ও বাঙ্গালিদের পৈত্রিক ভূমি থেকে উচ্ছেদ, অগ্নি সংযোগ, লুন্ঠন, শিশু ও নারী নির্যাতন এবং হত্যার প্রতিবাদে নওগাঁর সাপাহারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাঁওতাল স্টুডেন্ট ইউনিয়ন (সাসু) এর উদ্যোগে রবিবার বেলা সাড়ে ১১টায় সদরের জিরো পয়েন্টে প্রায় ঘন্টা কালব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য প্রদান করেন আদিবাসী নেতা বাসদের উপজেলা আহবায়ক কমরেড মঙ্গল কিস্কু, উপদেষ্টা ফিলিপ কিস্কু, সাঁওতাল স্টুডেন্ট ইউনিয়ন (সাসু) এর উপজেলা সভাপতি রিদয় মার্ডি, সহ-সভাপতি অঞ্জলী হাঁসদা, নারী বিষয়ক সম্পাদক সুমিত্রা মূর্মূ, সহকারী অর্থ সম্পাদক সেলিনা মার্ডি প্রমুখ।
সাপাহারে সাঁওতাল স্টুডেন্ট ইউনিয়ন (সাসু)’র মানববন্ধন অনুষ্ঠিত
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: গাইবান্দা গোবিন্দগঞ্জ বগদা ফার্ম ও পাশের গ্রাম গুলো থেকে ভূমির প্রকৃত মালিক আদিবাসী-সাঁওতাল ও বাঙ্গালিদের পৈত্রিক ভূমি থেকে উচ্ছেদ, অগ্নি সংযোগ, লুন্ঠন, শিশু ও নারী নির্যাতন এবং হত্যার প্রতিবাদে নওগাঁর সাপাহারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাঁওতাল স্টুডেন্ট ইউনিয়ন (সাসু) এর উদ্যোগে রবিবার বেলা সাড়ে ১১টায় সদরের জিরো পয়েন্টে প্রায় ঘন্টা কালব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য প্রদান করেন আদিবাসী নেতা বাসদের উপজেলা আহবায়ক কমরেড মঙ্গল কিস্কু, উপদেষ্টা ফিলিপ কিস্কু, সাঁওতাল স্টুডেন্ট ইউনিয়ন (সাসু) এর উপজেলা সভাপতি রিদয় মার্ডি, সহ-সভাপতি অঞ্জলী হাঁসদা, নারী বিষয়ক সম্পাদক সুমিত্রা মূর্মূ, সহকারী অর্থ সম্পাদক সেলিনা মার্ডি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *