ছাতকে কুরিয়ার সার্ভিসে ৭মাসে পৌছলো দু’টি ডকুমেন্ট

chhatak-ac-land
নাজমুল ইসলাম, ছাতক (সুনামগঞ্জ) : কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসে ঢাকা থেকে ছাতকে দু’টি ডকুমেন্ট পৌছতে সময় লেগেছে ৭মাস। ‘অতিব জরুরী’ লেখা সম্বলিত দু’টি ডকুমেন্ট সময়মতো না পৌছায় ক্ষতির সম্মূখীন হয়েছেন প্রেরক-প্রাপক দু’পক্ষই। ফলে তাদের ২৪ঘন্টার সার্ভিসে এখন ৭মাস সময় নেয়ায় প্রতিষ্টানের সেবার মান নিয়ে সর্বমহলে প্রশ্নের সৃষ্টি হয়েছে। জানা যায়, দৈনিক ইনকিলাব পত্রিকার ডেসপাস সেকশন থেকে গত ২০এপ্রিল কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের ২০৫৯৯৬/৬৮৬ সিরিয়্যাল নাম্বারে ও ২ মে’ ৪৭২৯১০/৮২৪ সিরিয়্যাল নাম্বারে সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রতিনিধি এএফএম ফারুক চান মিয়া বরাবরে দু’টি ডকুমেন্ট প্রেরণ করা হয়। খামের উপরে ‘অতিব জরুরী’ সীল দেয়া থাকলেও ৭মাস পর প্রিন্টেক কম্পিউটার, ক্লাব রোড, ছাতক, সুনামগঞ্জের এই ঠিকানায় না দিয়ে বেবীষ্ট্যান্ড সংলগ্ন হাসনা টেলিকম নামের একটি দোকানে ডকুমেন্টগুলো পৌছানো হয়। গত ১২নভেম্বর হাসনা টেলিকমের প্রোপাইটর মাহমুদ আলম প্রাপকের পক্ষে মেমোতে স্বাক্ষর করে দু’টি ডকুমেন্ট গ্রহণের পর কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের থলের বেড়াল বেরিয়ে পড়ে। এতে চরম ক্ষতির সম্মূখিন হয়েছেন প্রেরক-প্রাপক দু’পক্ষই। এভাবে দ্রুততম সেবার নামে গ্রাহকের সাথে প্রতারণা করে যাচ্ছে এ তারা। প্রতিষ্টানের ২৪ঘন্টার সার্ভিসে ৭মাস সময় নেয়ায় জনমনে চরম অসন্তেুাষ ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *