ইসলামপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষায় নকল, শিক্ষকসহ ৪৭জন পরীক্ষার্থী বহিস্কার,৩টি মোবাইল জব্দ

exam-pic-2
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে রোববার ও সোমবার জেডিসি ও জেএসসি পরীক্ষা চলাকালে নকল করার দায়ে ৪৬জন ছাত্র/ছাত্রীসহ একজন শিক্ষককে বহিস্কার করা হয়েছে। মোবাইলে প্রশ্নপত্র ফাসেঁর ঘটনায় আটক করা হয়েছে ৩টি মোবাইল।

জানা যায়,ইসলামপুর ফাজিল মাদ্রাসা জেডিসি কেন্দ্রে আরবী ২য় পত্র পরীক্ষা চলাকালে সোমবার ২৪ জন ছাত্র,১০ জন ছাত্রীসহ মোট ৩৪ জন বহিষ্কৃত হয়েছে।এছাড়াও ইসলামপুর নেকজাহান মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ইসলামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ২জনছাত্র বহিষ্কৃত হয়েছে।
এর আগের দিন রোববার অসদুপায় অবলম্বনের জন্য নেকজাহান মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চারজন,বেলগাছা বি এম কলেজ কেন্দ্রে একজন, গুঠাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এক জন ছাত্র এবং এক জন শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। এছাড়াও জেজেকেএম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চার জন ছাত্র বহিষ্কৃত হয়েছে,এই কেন্দ্র থেকে মোবাইলে প্রশ্নপত্র ফাসেঁর ঘটনায় তিনটি মোবাইল ফোন ছাত্রদের কাছ থেকে জব্দ করা হয়। রোববার পরীক্ষা চলা কালে জামালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন।

জানা যায়,ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম এহসানুল মামুন ইসলামপুরে নকলমুক্ত পরিবেশ এর এ ধারা অব্যাহত রাখতে সকল কেন্দ্র সচিব এবং হল সুপারগণকে নিয়ে রোববার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে একটি সভা করেন। সভায় শেষে সকলে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হন যে, শিক্ষকগণ আর কোনভাবেই সামনের পরীক্ষাগুলোতে নকল হতে দেবেন না। চলমান পরীক্ষার অবশিষ্ট বিষয়সমূহের পরীক্ষাসহ সামনে অনুষ্ঠিতব্য এস,এস,সি, পরীক্ষায় ইসলামপুর উপজেলার প্রতিটি কেন্দ্র একটি মডেল পরীক্ষা কেন্দ্র হিসাবে বিবেচিত হবে।

এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএমএহসানুল মামুন জানান,নকল মুক্ত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে তথা নকলমুক্ত ইসলামপুর গড়তে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।তবে উপজেলা প্রশাসনের পাশা পাশি তিনি ইসলামপুর এর মাননীয় এম,পি, মহোদয়,সরকারি কর্মকর্তাগণ,জনপ্রতিনিধিগণ,শিক্ষকবৃন্দ,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল শ্রেণী পেশার জনগণের আন্তরিক সহযোগিতা কামানা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *