মোল্লাহাটে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির ধান কর্তন অনুষ্ঠিত

071
মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা : মোল্লাহাটে ব্র্যাক কৃষি ও খাদ্য কর্মসূচির আওতায় আবাদী অধিক ফলনশীল ব্রী ধান-৪৯ কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার ভান্ডারখোলা গ্রামে কৃষাণী সামসুননাহার’র ক্ষেতের ধান কর্তন ও কৃষক ফরিদ মোল্লার উঠানে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির মোল্লাহাট উপজেলা সিনিয়র ব্যাবস্থাপক-বিপ্লব কান্তি বিশ্বাসের সভাপতিত্বে উক্ত ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসান, বিশেষ অতিথি ছিলেন-ভূমি সহকারী কমিশনার-মোসাঃ তাসলিমা আলী ও কৃষি সম্প্রসারণ অফিসার ঋতুরাজ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন-প্রেস ক্লাব মোল্লাহাট’র সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার সাহিদা আক্তার, সাংবাদিক মোঃ আমির আলী, ইউপি মেম্বার-জাহাঙ্গীর মোল্লা, ব্র্যাকের পিও-বিউটি খাতুন, টিএ-জাগরন চাকমা, মোঃ আরিফ মোল্লা ও এফও ইমন হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *