চাঁদপুর বিআরটিএর পেশাজীবী গাড়ী চালকদের প্রশিক্ষন কর্মশালার সমাপ্তি ও সনদ বিতরন

b-r-t

চাঁদপুরে পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালার শেষ দিনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ তিরন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের মিনি কনফারেন্স রুমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ( বিআরটিএর) চাঁদপুরেরর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) সেখ মো. ইমরানের সভাপতিত্বে মটরযান পরিদর্শক মেহেদী হাসানের পরিচালনায় প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন, এসময় তিনি বলেন, ২দিনের প্রশিক্ষনে আপনারা যা শিখে ছেন তাগাঢ়ি চালানোর সময় কাজে লাগাবেন। রাস্তায় গাড়ি চালানের সময়, ট্রাপিক আইনমেনে গাড়ী চালাবেন, গাড়ী চালানো অবস্থায় কথা কম বলবেন, মোবাইল ব্যাবহার করিবেন না, আল্লাহ মানুষের জিবন কে এশবারই দান করেন আবার যে জিবন শেষ হয়ে যায় তা আর ফেরত আসে না আপনারা নিজের জিবনের প্রতি মায়াকরে গড়ী চালাবেন, একজন চালক ৫ঘন্টার বেষী গাড়ী চালাবেন না, গাড়ীতে অবৈধ মাল বহন করিনে না, চোখে গুমের ভাব হলে গাড়ী চালাবেন না। সচেতনভাবে গাড়ি চালালে দূর্ঘটানার হাত থেকে রক্ষা পাওয়া যায়। মনে রাখবেন, একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না। কারণ একজন মানুষ দূর্ঘটনার কবলিত হলে তার পরিবারের জীবনে অন্দকার নেমে আসে। তাই সকলকে সচেতন হয়ে গাড়ি চালাতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ট্র্যাফিক ইন্সিপেক্টর দেলোয়ার হোসেন, চাঁদপুর বিআরটিএর উচ্চ মানসহকারী হারুনুর রশিদ, চাঁদপুর জেলা ট্র্যাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আঃ মমিন মিয়া, চাঁদপুর জেলা ট্র্যাক ও ট্যাংলড়ির সাধারন সম্পাদক আবুল কালাম মন্টু, জেলা সিএনজি মালিক সমিতির সদস্য মো. লিটন মোল্লা। প্রশিক্ষনের সার্বিক সহযোগীতায় ছিলেন জেলা প্রশাসন চাঁদপুর। জেলার প্রায় শতাধিক পেশাজীবি ড্রাইভারদের লাইসেন্স নবায়ন প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করেন শেষ দিনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়। ।
্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *