৫ দফা দাবী আদায়ে পিরোজপুরে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল
পিরোজপুর প্রতিনিধি : পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকরী স্থায়ী করণ,চাকরী থেকে ছাটাই বন্ধ,পুনঃ নিয়োগ প্রক্রিয়া চালু করা,৪/৫হাজার রিডিং ও বিল বন্ধ করে পূর্বের ন্যায় চালু করা সহ ৫দফা দাবীতে পিরোজপুরে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল হয়েছে। পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ লীগ গতকাল রবিবার সকালে মরিচাল,হুলারহাট পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে বিক্ষাভ কর্মসূচী পালন করে। মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ লীগ এর সভাপতি একরামুল কবির মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,জীবন হাজরা,দেলোয়ার হোসেন,মনির হোসেন,শফিকুল ইসলাম,আশীষ কুমার দাস,কামাল হোসেন প্রমূখ। দাবী আদায়ের লক্ষ্যে এ দিন সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্ম বিরতি পালন করে আন্দোলন কারীরা ।পরে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে স¥ারক লিপি প্রদান করা হয়। উল্লেখ্য গত ৭নভেম্বর থেকে সার দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারা এ আন্দোলন করে যাচ্ছেন।