চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ সেমিনার
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার বিকেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুন উজ্জামান।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সলিমুজ্জামান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়ার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সলিমুজ্জামান। সেমিনারের প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস তার বক্তব্যে বলেন, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ভোক্তা। একজন ভোক্তার অধিকার আছে সঠিক দামে নির্ভেজাল পন্য কেনার। আইন প্রয়োগ করে সব সমস্যার সমাধান সম্ভব নয়। ব্যবসায়ীরাও যেহেতু একজন ভোক্তা সেহেতু তাদেরকেও সচেতন হতে হবে। নিজে সঠিক পন্য বিক্রি করতে হবে। এবং সঠিক পন্য কিনতেও হবে। সেমিনারে ৭০ জন ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন।