১৪ বছরেও এমপিওভুক্ত হয়নি চৌগাছার জি.সি.বি. আদর্শ কলেজ

gcb-collage-photo-2-09-11
চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছার জি.সি.বি.আদর্শ কলেজ প্রতিষ্ঠার ১৪ বছর অতিবাহিত হলেও আজও এমপিওভুক্ত হয়নি। ফলে হতাশগ্রস্ত হয়ে পড়েছেন ওই কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীরা। জানাগেছে ২০০৩ সালে দৈনিক ইত্তেফাকের চৌগাছা প্রতিনিধি আবু জাফর স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সার্বিক সহযোগীতায় কলেজটি প্রতিষ্ঠা করেন। একই সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর কলেজটিতে ছাত্র-ছাত্রী ভর্তিসহ প্রাথমিক পাঠদানের অনুমতি দেয়। এবং ১২/০২/২০০৬ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ১৯/০২/০৬ তারিখ এক পত্রে ০১/০১/০৬ তারিখ থেকে কলেজটি একাডেমিক স্বীকৃতি পায়। বর্তমান কলেজটিতে ২৪ জন শিক্ষক-কর্মচারী কোন বেতন ছাড়ায় আড়াই শতাধিক ছাত্র-ছাত্রীর পাঠদান করছেন। স্থানীয় শিক্ষানুরাগী এবং জনপ্রতিনিধিরা জানিয়েছেন কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গ্রামীন এ জনপদে উচ্চ শিক্ষার আলো থেকে বঞ্চিত ও ঝরে পড়া ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভুমিকা রাখছে। কলেজের অধ্যক্ষ আবু জাফর জানিয়েছেন কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুধুমাত্র পাবলিক পরীক্ষায় বোর্ড কতৃক নির্ধারিত ফিস ছাড়া ভর্তি থেকে শুরু করে সকল ছাত্র-ছাত্রীদের ফ্রি পাঠদান করানো হয়। ভর্তি ফি কিংবা বেতন নিলে এলাকার ছাত্র-ছাত্রীরা অন্যত্র চলে যায়। ফলে বাধ্য হয়ে বিনা টাকায় ছাত্র-ছাত্রীদের পাঠদান করাতে হয়।
তবে সরকারি বেতনের আশায় শিক্ষকরা অতি সযতেœ পাঠদানের কারণে প্রতিবছর পাবলিক পরীক্ষায় জিপিএ ৫ অর্জনসহ ফলাফল বরাবরই সন্তোষজনক। তিনি আরো জানান ২০১০ সালে অত্র কলেজ থেকে ১০০%, ২০১৫ সালে যশোর শিক্ষা বোর্ডে ফল বিপর্যায়ের পরও ৯৯%, ২০১৬ সালে ১০০% পাশ করে। সরকারের সব নীতিমালা অনুসরন করে এমপিওর জন্য আবেদন করেও এমপিও না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা আজ মানবেতর জীবন যাপন করছে। বারবার ভাল ফলাফল করেও কোন লাভ হয়নি বলে তিনি জানান। এছাড়া অর্থাভাবে কলেজটিতে অবকাঠামোর তেমন উন্নয়ন হয়নি। ফলে ভাল ছাত্র-ছাত্রীরা অন্যত্র চলে যাচ্ছে। ভুক্তভোগী শিক্ষক-কর্মচারী এবং এলাকার শিক্ষানুরাগী ও জনপ্রতিনিধিরা জনসার্থে শিক্ষাবান্ধব এই সরাকারের কাছে কলেজটি আশু এমপিও ভুক্তির জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *