গোপালপুরে আশরাফুল ইসলাম বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ

img_1014
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুরে মির্জা আশরাফুল ইসলাম বৃত্তি প্রাপ্ত ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ ৭ নভেম্বর সোমবার মির্জাপুর ফকির মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মির্জা আশরাফুল ইসলাম এডুকেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠটনের সভাপতি মির্জা ছনি ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গোপালপুর কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী।
বক্তব্য রাখেন, ফকির মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল খালেক, বিদ্যালয়ে প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, বৃত্তি পরীক্ষার প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক এস. এম সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতি গোপালপুর শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়ারেছ আলি, খোরশেদ আলম এডুকেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গজ নবী লেবু, ইউপি সদস্য নাসরিন কামাল, ্্্্্্্্্্্উপজেলা ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান, শফিকুল ইসলাম ও সুমী আকতার প্রমুখ।
২০১৫ সাল থেকে এ সংগঠনটি তৃতীয়, চতুর্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে। এ বছর শুধু মির্জাপুর ইউনিয়নের ১৬টি প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২০ জন কৃতকার্য হন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্রসহ পুরস্কার হিসাবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *