১ হাজার ৬৫০ বোতল ফেনসিডিল বোঝাই ট্রাক সহ যুবক গ্রেফতার
সুমন ঘোষ, বিভাগীয় প্রতিনিধি (ঢাকা) : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সোমবার (৭ নভেম্বর) দুপুরে ১ হাজার ৬৫০ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ মেহেদী হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মেহেদী হাসান রাজশাহী জেলার পুটিয়া উপজেলার বানেশ্বর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম সাংবাদিকদের জানান, গোপনে সংবাদ পেয়ে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে ট্রাফিক পুলিশের সার্জেন্ট ওয়ালিদের নেতৃত্বে একদল পুলিশ চেকপোস্ট বসায়। এক পর্যায়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক (নং- ঢাকা-মেট্রো-ট-১৬-৮৯৮৬) তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭ টি বস্তায় ১ হাজার ৬৫০ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটি জব্ধ ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।