সাপাহারে কমিউনিটি ক্লিনিকে পানীয় জলের তীব্র সংকট

sapahar-pic-051116-j-clinekpg
গোলাপ খন্দকার নওগাঁ প্রতিনিধি : স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সরকারের মহতি উদ্যোগ কমিউনিটি ক্লিনিকগুলোর মধ্যে নওগাঁ জেলার সাপাহার উপজেলার হরিপুর কমিউনিটি ক্লিনিকে নিরাপদ পানীয় জলের ব্যাবস্থা না থাকায় সেখানে সেবা প্রদানকারী ও গ্রহণকারীগন সহ সকলেই চরম বিপাকে পড়েছে।
উপজেলার তিলনা ইউনিয়নের ১০হাজার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের লক্ষে সাপাহার-তিলনা পাড়া রাস্তার হরিপুর মোড়ের পাশেই ক্লিনিকটি অবস্থিত। ক্লিনিকে দায়িত্বরত সেবা প্রদানকারী সিএইচপি মোসাঃ আমিনা বেগম জানান এখানে প্রতিদিন ওই ইউনিয়নের প্রায় শতাধীক হত দরিদ্র শ্রেণীর মানুষ আসেন চিকিৎসা সেবা নিতে কিন্তু ক্লিনিকটিতে শুরু থেকেই পানীয় জলের সমস্যা। ক্লিনিক শুরুর সময় এখানে একটি টিউবওয়েল বসানো হলেও কয়েক দিনের মধ্যে সেটি বিকল হয়ে যায়। পরবর্তীতে সেটিকে আর মেরামত করা হয়নি ফলে ক্লিনিকে পানির ব্যাবস্থা না থাকায় ক্লিনিকে আসা রোগী ও রোগীর লোকজনের পানি খাওয়ার প্রয়োজন হলে কষ্ট করে তাদেরকে হরিপুর মোড় অথবা গ্রাম থেকে পানি সংগ্রহ করতে হয়। এছাড়া পানি সংকটের কারণে টয়লেটগুলো বন্ধ থাকায় রোগীরা সবচেয়ে বেশি বিপদে পড়েন। সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত ক্লিনিকে অবস্থান রত সেবাদানকারী আমিনা বেগম তার নিজের প্রয়োজনীয় পানিয় জলের সমস্য সমাধানের জন্য নিজ খরচে একজন আয়া রেখেছেন। ক্লিনিকটিতে জরুরী ভিত্তিতে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য ক্লিনিকে আসা সাধারণ জনগন সহ ওই ইউনিয়নবাসী স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *