সান্তাহারে সওজের উচ্ছেদ অভিযান শুরু
আদমদীঘি প্রতিনিধি : বগুড়া সড়ক ও জনপথ বিভাগ সান্তাহারে উচ্ছেদ অভিযান শুরু করেছে। বুধবার বেলা ১১টার দিকে ইন্দইল নামক স্থানে থাকা ইত্তেহাদ প্লাস্ট্রিক ব্যাগ ইন্ড্রাস্ট্রিজ থেকে শুরু করা হয়েছে উচ্ছেদ অভিযান। বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলামের নেতৃত্বে ও ম্যাজিস্ট্রেট তায়েব-উর রহমান আশিক এর উপস্থিতিতে অবৈধ ভাবে দখল করা সওজের জায়গা থেকে স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। বিকাল পাঁচটা পর্যন্ত শহরের পুর্ব ঢাকা রোড (পশ্চিম সিংড়া) পর্যন্ত সড়কের দুই পাশে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব প্রদানকারি সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী জানান, ইন্দইল থেকে বাইপাশ হয়ে পশ্চিম ঢাকা রোড এবং সান্তাহার সড়ক ও জনপথ কারখানা বিভাগ পর্যন্ত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না পর্যন্ত কার্যক্রম চলবে প্রতিদিন। তবে ম্যাজিস্ট্রেট পাওয়া না গেলে দুই/এক দিন উচ্ছেদ অভিযান বন্ধ থাকতে পারে।