নকলায় কৃষকদের মাঝে গমবীজ ও সার বিতরণ
হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলা মুক্ত মঞ্চে ২ নভেম্বর বুধবার দুপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তর নকলার বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি প্রণোদনা কর্মসূচী রবি/২০১৬-১৭ মৌসুমের আওতায় উপজেলার ৩শ ১০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে গমের বীজ ও রাসায়নিক সার এবং সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ প্রকল্পের আওতায় ১০টি কৃষক গ্রুপের মাঝে ১০টি এলএলপি এবং ফুট পাম্প বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খামার বাড়ী শেরপুরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবীর, কৃষকলীগের সভাপতি ফরিদুল আলম আজাদ।
কৃষি অফিসসূত্রে জানা যায়, উপজেলার ৩শ ১০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে কৃষি প্রণোদনা হিসেবে জনপ্রতি ২০কেজি হারে গমের বীজ, ২০কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়।