সাপাহারে বিজিবি হাতে উদ্ধারকৃত বানরটি জাতীয় উদ্যানের কর্মকর্তাদের নিকট হস্তান্তর

photosapahar02-11-2016-banor
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে করমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যদের হাতে উদ্ধারকৃত বানরটি অবশেষে ধামইরহাট জাতীয় উদ্যানের এক কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে করমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের বিওপি কমান্ডার নায়েক সুবেদার আজমল হোসেন ধামইরহাট জাতীয় উদ্যানের জুনিয়র ওয়াল্ড লাইফ স্কাউট ফাহমিদ হক চৌধুরীর নিকট সুস্থ্য ভাবে বানরটি কে হস্তান্তর করে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার পারভেজ, সাংবাদিক নয়ন বাবু সহ থানা পুলিশের একাধিক সদস্য, বিজিবি সদস্য সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গগণ।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ভারত থেকে পালিয়ে আসা একটি বানর কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামে আশ্রয় নেয়। গ্রামের দুষ্ট প্রকৃতির কিছু ছেলে দেখতে পেয়ে বানরটিকে তাড়া করে নিয়ে বেড়ায়। এ সময় বানর মানুষের তাড়া খেয়ে কয়েক জনের হাতে পায়ে কামড় দিলে লোকজন ক্ষিপ্ত হয়ে বানর টিকে বস্তা দিয়ে ধরে মেরে ফেলার উদ্দেশ্যে মারপিট করতে থাকে। এ সময় বিজিবি সদস্যরা সংবাদ পেয়ে তাৎক্ষনিক বানরটিকে জনগনের হাত থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে গিয়ে নিরাপদ আশ্রয়ে রাখে।
পতœীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আলী রেজা ইঞ্জিনিয়ার্স ও সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলামের জোরালো ভূমিকায় উদ্ধারকৃত বানরটিকে ধামইরহাট জাতীয় উদ্যানের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *