সাপাহারে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি

sapaha-pic-1-11-16
গোলাপ খন্দকার নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে শান্তিপূর্ণ ভাবে সারাদেশের ন্যায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত পরীক্ষায় অন্যান্য বারের তুলনায় পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল। ২টি ভেন্যু সহ ৫টি কেন্দ্রে ২৯১৬ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৩২৩ ও ছাত্রী ১৪৬৬ জন পরীক্ষায় অংশগ্রহন করে।
এবারে সাপাহার জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩২৮ পরীক্ষার্থীর মধ্যে ৩২০ জন শিক্ষার্থী ,সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯১ জন শিক্ষার্থী ও ভোকেশনাল কেন্দ্রে ১১৬ জন পরীক্ষার্থীদের মধ্যে ১০১ জন শিক্ষার্থী ,সাপাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯২৩ জনের মধ্যে ৯০৭ জন শিক্ষর্থী ও সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রসা কেন্দ্রে ১০১১ জন পরীক্ষার্থীদের মধ্যে ৮৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
পরীক্ষার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে । তবে পরীক্ষার্থী বাদে অন্যান্য শিক্ষার্থীদের ভোগান্তি থেকে যাচ্ছে অনুষ্ঠিত পরীক্ষা যে বিদ্যালয় গুলোতে চলছে সে বিদ্যালয় গুলোর ছাত্র-ছাত্রীরা পরীক্ষার সময় ক্লাস করতে পারতেছেনা সেজন্য প্রতিটি উপজেলা একটি করে পরীক্ষা কেন্দ্র স্থাপন করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *