সাপাহারে জেএসসি ও জেডিসি পরীক্ষা প্রথমদিন শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সারাদেশের মতো নওগাঁর সাপাহারে মঙ্গলবার থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এবার উপজেলায় ২ টি ভেন্যু সহ ৫ টি কেন্দ্রে ২৯১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। তবে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রী বেশি।
এবারে সাপাহার সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহন করে ৬৯১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৩৮৬ জন ও ছাত্রী ৩০৫ জন। সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহন করে ৯০৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৪৩৩ জন ও ছাত্রী ৪৭৪ জন। জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহন করে ৩২০ জন ছাত্রী। সরফাতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১০১১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহন করে ৮৯৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৪৫৭ জন ও ছাত্রী ৪৪০ জন। পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল কেন্দ্রে ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহন করে ১০১ জন শিক্ষার্থী।