চৌগাছায় একই পরিবারে ৫ জন ডায়রিয়ায় আক্রান্ত ১ জনের মৃত্যু

chowgacha-photo-28-10
চৌগাছা (য়শোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় চৌগাছায় একই পরিবারে ৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরন বরেছে। জানাগেছে গতকাল উপজেলার পিতাম্বপুর গ্রামের গোলাম মোস্তফার পুত্র আব্দুর রহিম লালন (৩৫)এবং তার স্ত্রী লাখি খাতুন (৩০) মেয়ে লিতিকা (৩) ছেলে সাকিব (৮) এবং মা আছিরন খাতৃন (৬০) বুধবার রতে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়। অবস্থা খারাপ হওয়ায় বৃহস্পতিবার সকাল দশটারদিকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। রাত একটা ত্রিশ মিনিটে আব্দুর রহিম মারা যায়। জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তার নূরে খোদা মুত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রহিমের মেয়ে লতিকার অবস্থা আশঙ্খাজনক বলে জানাগেছে।স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ইমদাদুল পপহক রাজু জানিয়েছেন ফুড পয়জেন জনিত কারণে মৃত্যু হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *