লোহাগড়ায় দুর্নীতির বিরুদ্ধে শপথ নিলেন ২৫০ শিক্ষার্থী
কাজী আশরাফ, লোহাগড়া (নড়াইল) : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় অবস্থিত এস এম এ আহাদ কলেজের প্রায় ২৫০ শিক্ষার্থী দুর্নীতির বিরুদ্ধে শপথ নিলেন। বুধবার (২৬ অক্টোবর) সকালে কলেজের মিলনায়তনে শিক্ষার্থীরা এ শপথ নেন। এর আগে দুর্নীতি বিরোধী আলোচনা সভা হয়। পরে ১১ সদস্যের সততা সংঘ গঠিত হয়।
লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এসব কর্মসূচির আয়োজন করে। শপথ পরিচালনা করেন সংগঠনের সভাপতি অরবিন্দ আচার্য। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের যশোর কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদ হোসেন। অরবিন্দ আচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, কলেজের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, ইউপি চেয়ারম্যান মো. দাউদ হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহসভাপতি শেখ নজরুল ইসলাম।